সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটো চালকসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড এলাকার দুই নম্বর রেল লাইনের নতুন সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজন তরুণী পথচারী ব্যতীত অন্যদের নাম পাওয়া যায়নি। ওই নারীর নাম মোসা. মরিয়াম বেগম (২২)। তিনি সিরাজুল ইসলাম সরদারের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নারায়ণগঞ্জগামী একটি পিকআপ ও ইজিবাইক ওই সড়কে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ তার অটোতে থাকা চারজন গার্মেন্টসকর্মী ও পিকআপভ্যানে থাকা নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ করা এক জনসহ মোট ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার খানপুর হাসপাতালে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইজিবাইক ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Discussion about this post