সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১০ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক সড়কের জালকুড়ি করইতলা এলাকার সড়কে ওই দূর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে প্রত্যাক্ষদর্শী অটোচালক শরিফ জানান, আমি সড়কে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলাম। হটাৎ দেখি একটা হোন্ডার সাথে ধাক্কা লাগে এক যুবকের। আমি হোন্ডার যাত্রি মনে করে চালককে উঠাতে যাই। এর মধ্যে এক ট্রাক এসে ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। আমরা কাছাকাছি গিয়ে দেখি যুবকটি মৃত। অনেকে বলছে যুবকটি মানসিক ভারসাম্যহীন।
ফতুল্লা থানার এসআই আজিজ মিয়া বলেন, মূলত ঘটনাটা ঘটেছে ফতুলা এবং সিদ্ধিরগঞ্জ দুই থানার বর্ডারে । যেই কাভার্ড ভ্যানের সাথে সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটে আমরা সেই চালকসহ ভ্যানকে আটক করেছি ।
নিহতের পরিচয় শনাক্ত হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে । নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ।
Discussion about this post