র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, ফতুল্লার ভুইঘর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাবের এপ্রোন/জ্যাকেট পরিধান করে র্যাব পরিচয়ে প্রতারণার জন্য তারা জড়ো হয়েছিলেন।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত র্যাবের এপ্রোন / জ্যাকেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় র্যাব পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post