রাজনৈতিক নানা টানাপোড়েনের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও চরম ব্যস্ততার মধ্যে এবার সিদ্ধিরগঞ্জ মিজিমিজি এলাকায় জিয়াউর রহমান (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জিয়াউর রহমান শরীয়তপুরের জাজিরা থানার হাজির কান্দি গ্রামের মৃত আলী হোসেন হালদার ছেলে ছিল। বর্তমানে সানারপাড় সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
জিয়াউর রহমান কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. রাজীব জানান, একটি চায়ের দোকানের সামনে আমরা কয়েক বন্ধু মিলে লুডু খেলছিলাম। এ সময় হিজবুল্লাহ নামে স্থানীয় এক সন্ত্রাসী কোনো কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।ন
Discussion about this post