মুক্তিপণের জন্য অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া তিন নাবিককে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
জিম্মি হওয়া পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ মালিকপক্ষ কোস্ট গার্ডকে জানালে অভিযান চালায় সংস্থাটি।
সিয়াম-উল-হক বলেন, সকাল ৮টায় ফতুল্লা থানাধীন আলীগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কম্পানি লিমিটেডের একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১-এর তিনজন নাবিক দৈনন্দিন কাজে আলীগঞ্জ মাদরাসা ঘাট এলাকায় যান।
সিয়াম-উল-হক আরো জানান, এ সময় চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে দুষ্কৃতকারীরা। পরবর্তীতে ৯টা ৩০ মিনিটে মুঠোফোনের মাধ্যমে মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করে। এই তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন পাগলার ৮ সদস্যর একটি দল আলীগঞ্জ মাদরাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোষ্ট গার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক।
Discussion about this post