নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পরিষদের মেম্বার রুবেল আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদরের গোপনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার রুবেল আহমেদ নারায়ণগঞ্জ সদরের পুরান সৈয়দপুর এলাকায় মৃত আব্দুল কাদিরের ছেলে।
র্যাব জানায়, গত ২০ জুলাই রুবেল আহমেদসহ অন্যান্য আসামীরা বেআইনিভাবে দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেন। এতে জনৈক গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হন অনেকে। পরে আহত মিনারুল ইসলামকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই নাজমুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার এজাহার পর্যালোচনা ও আদালত সূত্রে জানা যায়, আসামি রুবেল আহমেদ নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ এবং একাধিক হত্যা মামলার আসামি। তার নেতৃত্বে গোগনগর ইউনিয়নে বিচ্ছু বাহিনী রুবেল গ্যাং পরিচালিত হতো।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Discussion about this post