জুলাই আগষ্টের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে রাখা হয়েছে।
নিহতের চাচাতো ভাই আব্দুর রহমান বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
তিনি বলেন, মামলাটি কোর্টের নির্দেশে রেকর্ড হয়েছে। মামলার এজাহারের অন্য আসামিরা হলেন– শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তানজিম কবির সাজু (৪১)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে ভিকটিম রাকিব তার পেশাগত কর্মে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ তলা অংশের ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
Discussion about this post