“হাজার কোটি টাকার মালিক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ক্যাশিয়ারের আয়কর নথিতে ১২ কোটি টাকা” সংবাদ পরিবেশন হওয়ার পর একুশে টিভির তিন সাংবাদিককে হত্যা ও গুমের হুমকি দিয়েছে সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ সৈয়দ আহসান আহম্মেদ সায়মুম।
এ বিষয়ে বুধবার দুপুরে একুশে টিভির নারায়নগঞ্জ জেলার ক্যামেরা পারসন রবিউল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং- ৬১৮) করেন।
সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়,হাজার কোটি টাকার মালিক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানের ক্যাশিয়ারন সৈয়দ আহসান আহমেদ সায়মুমের আয়কর নথীতে ১২ কোটি টাকা” সংবাদ পরিবেশন হওয়ার পর সায়মুম বিদেশ থেকে আমাকেসহ একুশে টিভির সিনিয়র রিপোর্টার দিপু সিকদার ও নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় কে বিদেশ থেকে (বাংলাদেশী সিমের ওয়াটসপ নং ০১৭১৫-২৫০৫৫০) বুধবার সকাল ১১ টার দিকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। এবং বলে যে, ‘তোরা ফের কোন সংবাদ পরিবেশন বা কোন তথ্য সংগ্রহ করিলে তোদের পরিবারের লোকজনদের সহ প্রত্যেক কে প্যাকেট করে নারায়নগঞ্জ থেকে চিরতরে বিদায় করে দিব।”
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সাধারন ডায়েরীর বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Discussion about this post