হাসপাতালে চিকিৎসা মেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সোনারগাঁয়ের বারদী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাহেরা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সাহেরা বেগম গত ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
দুর্ঘটনায় আহতরা হলেন- সাহেরা বেগমের মেয়ে রওশন আরা বেগম (৪৫), ছেলে মো. হাসান মজুমদার (৪০) ও জামাতা মো. রফিকুল ইসলাম (৬০)।
আহত রফিকুল ইসলাম বলেন, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাহেরা বেগম। সুস্থ হওয়ার পর আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর অ্যাম্বুলেন্স করে আমরা তাকে গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাচ্ছিলাম। নারায়ণগঞ্জের কাঁচপুর পার হওয়ার পর বারদী এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ওই অ্যাম্বুলেন্সে থাকা আমরা সবাই আহত হই। তবে আমার শাশুড়ি (সাহেরা বেগম) গুরুতর আহত হন। পরে সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল পৌনে পাঁচটার দিকে আমার শাশুড়িকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিসহ আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
নিহত সাহেরা বেগম চাঁদপুর জেলার সদর উপজেলার দশদি গ্রামের সিরাজুল ইসলাম মজুমদার স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Discussion about this post