মালয়েশিয়া থেকে আসা আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের র্যামিটেন্স যোদ্ধা জাকারিয়া (২৫) এর লাশ জানাজা শেষে শনিবার (২৬ অক্টোবর) সকালে দাফন করা হয়েছে।
এর আগে গত বুধবার অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়ার মৃত্যু হয়।
শনিবার ভোর ৫টায় তার লাশ বাড়ীতে এনে রামচন্দ্রদী মসজিদ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জাকারিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, রামচন্দ্রদী গ্রামের মসজিদের ইমাম মাওলানা মোঃ হামিদউল্লাহর দুই পুত্রের মধ্যে বড় পুত্র মোঃ জাকারিয়া গত প্রায় ৮ বছর ধরে মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি গত ৬ মাস আগে দেশে এসে বিয়ে করেন এবং বিয়ের চার মাস পর গত দুই মাস আগে আবার মালয়েশিয়াতে চলে যান। গত ১৫ দিন ধরে তিনি শরীরের বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলে তার অবস্থার অবনতি হতে থাকে।
এরপর ৫ দিন আইসিইউ তে থাকার পর বুধবার সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।
Discussion about this post