দীর্ঘদিন পরে হলেও শেষ পর্যন্ত অভিনব কৌশলে মোটরসাইকেলের ট্যাংকের ভিতরে করে মাদক পাচারকারী পারভেজ রানা ওরফে রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার আষাড়িয়ার চর এলাকায় সোমবার (২৮ অক্টোবর) অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয় পারভেজ রানা ওরফে রাব্বিকে।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করে র্যাব ১১ এর অভিযানকারী দল।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বলেন, আটকের পর পারভেজ রানা ওরফে রাব্বি জিজ্ঞাসাবাদে স্বীকার করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য মটর সাইকেলের ট্যাক্সিতে করে ক্রয়-বিক্রয় করে আসছিলো।
র্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
শহরের পাইকপাড়ার পারভেজ রানা ওরফে রাব্বিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার উঠে।
অনেকেই বলেছেন, পারভেজ রানা ওরফে রাব্বি দীর্ঘদিন এলাকার সকলেই জিম্মি করে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদক ব্যবসা করে আসতেছে । আর পুলিশ নিয়মিত মাসোহারা নিতো পারভেজ রানা ওরফে রাব্বির কাছ থেকে৷ যার কারণে পারভেজ রানা ওরফে রাব্বির সাহস হয়ে উঠে ভয়ংকর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের পূর্বক পারভেজ রানা ওরফে রাব্বিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হবে।
Discussion about this post