যারা আমার নির্বাচন করেছেন তাদের ইনকাম ট্যাক্স ফাইলের কলকাঠি নাড়ছেন ওই রাজাকার পুত্র কাজলকে দিয়ে রাইফেল ক্লাবে বসে । আপনার দিন ছোট হয়ে আসছে
“একটি প্রভাবশালী ও তাদের পরিবারের লোকজন ত্বকী হত্যায় জড়িত। এটা প্রমাণিত হওয়াটাই হয়তো বিচারকে বিলম্বিত করছে । একজন বলেন তাদের মত ধনী পরিবার নাকি আর নাই। তিনি তোলারাম কলেজের ফরম ফিলাপ করতে পারেনি নিজের মুখে বহুবার বলেছেন। অথচ আজকে তিনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ দেন বাড়ি করলাম কিভাবে ? আমি বাবার বাড়ি বিক্রি করে বাড়ি করেছি আপনার মত চুরি করে করিনি, দুর্নীতি করে না।”
নাসিক নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রপাগান্ডায় কখনো দূদক, কথনো হোয়াইট হাউজ নামক চুনকা কুটির, কখনো জিউস পুকুর আবার কখনো সাম্প্রদায়িক উস্কানীর পর এবার নতুন করে ইনকাম ট্যাক্স নিয়ে সমালোচনার জবাবে সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র আইভী কঠোর ভাষায় উর্লেখিত মন্তব্য করেছেন ।
নাসিক মেয়র আইভী নারায়ণহজ্ ৪ আসনের সাংসদ শামীম ওসমানকে ঈঙ্গিত করে আরো বলেছেন, ওনার প্রায় ১৭টা জাহাজের কার্গো আছে । এসব কার্গো ও শিপের মালিক রাতারাতি কিভাবে হলেন। এটাও নারায়ণগঞ্জবাসী জানতে চায়। অনেককে দুদক ইনকাম ট্যাক্সের ফাইলের ভয় দেখান। যারা আমার নির্বাচন করেছেন তাদের ইনকাম ট্যাক্স ফাইলের কলকাঠি নাড়ছেন ওই রাজাকার পুত্র কাজলকে দিয়ে রাইফেল ক্লাবে বসে । আপনার দিন ছোট হয়ে আসছে ।
৭ মার্চ বিকেলে শহরের দেওভোগে শেখ রাসেল পার্কে ত্বকী হত্যার বিচার দাবীতে আয়োজিত শিশু সমাবেশ ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে আইভী এসব কথা বলেন।
এর আগে গত কয়েকটি অনুষ্ঠানে আইভীর বাড়ি নিয়ে বক্তব্য দেন শামীম ওসমান।
নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবার এবং চুনকা পরিবারের এই পুরানো দ্বন্ধের কারণে এভাবেই একে অপরকে ঈঙ্গিত করে নানা মন্তব্য করে যাচ্ছেন বারংবার।









Discussion about this post