এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলেছেন, “ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে এই মোল্লা সল্টের মতো এমন কারখানায় পরিবেশ দূষন করলেও এতোদিন কি করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর ? মোল্লা সল্টের বিরুদ্ধে জামায়াত ও বিএনপির নাশকতায় নেপথ্যে অর্থনৈতিক যোগানদাতা হিসেবে অভিযোগ রযেছে জোড়ালোভাবে।
আর এই মোল্লা সল্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত পরিবেশ অধিদপ্তরের অসাদু কর্মকর্তারা মাসোয়ারা গ্রহণ করতো বলেও জোড়ালো অভিযোগ রযেছে সকলের মাঝে । পরিবেশ অধিদপ্তর ছাড়াও এই মোল্লা সল্ট কর্তৃপক্ষ নিয়মিত নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, জেলা প্রশাসনের অসাধু একজন অফিস সহকারী এবং বিসিক এর কয়েকজন অসাধু কর্মকর্তাকে নিয়মিত মাসোয়ারা দিয়েই অবৈধ পন্থায় ইন্ডাষ্ট্রিয়াল লবন আমদানী করে মানুষের খাবারের লবন তৈরী করে বিক্রি করে যাচ্ছে বছরের পর বছর যাবৎ।
এমন ঘুরুতর অভিযোগ মোল্লা সল্টসহ অন্যান্য লবন কারাখানার বিরুদ্ধে উত্তাপিত হলেও কেউ টু শব্দটিও করেন না । কারণ আইনপ্রয়োগকারী সংস্থার অসাধু অনেকেই ম্যানেজ এই অপরাধীচক্রের কাছে ।
গুরুতর এমন অভিযোগের পর আইওয়াশ হিসেবে এই অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয়ের পাশাপাশি সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা আর মোল্লা সল্ট। এই অভিযান পুরোটাই পরিকল্পিত নাটক । যা মঞ্চায়ন করে সকলকে বোকা বানাচ্ছে অসাদু লবন ব্যবসায়ী চক্র । পরিবেশ অধিদপ্তরের অসাধু কয়েকজন কর্মকর্তার যোগসাজসেই এই নাটক মঞ্চায়ন হয়েছে বলেও এমন গুরুতর অভিযোগ করেন একজন প্রবীন লবন ব্যবসায়ী।
যা জোড়ালো এবং স্বচ্ছ তদন্ত করলেই বেড়িয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য
বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি লবণের কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে ধর্মগঞ্জ এলাকার মেসার্স মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড ইন্ডাস্ট্রি) কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে কারখানাটির ইটিপি প্ল্যান্টের পানি এবং বুড়িগঙ্গা নদীতে পতিত কুলিং ওয়াটার পরীক্ষা করা হয়। কুলিং ওয়াটার নমুনায় লবণাক্ততা না পাওয়া গেলেও কিছু প্যারামিটারে গরমিল পাওয়া যায়। একই সঙ্গে কারখানার কঠিন বর্জ্য খোলা জায়গায় আগুনে পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হয়ে বায়ু দূষণ হচ্ছিল। বায়ু দূষণের কারণে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।









Discussion about this post