নারায়ণগঞ্জের রাজনীতিতে ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতাদের নানা কর্মকান্ডে ব্যাপক সমালোচনা থাকলে কেউ মুখ খুলতে সাহস করে না। থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল ঘিরে ব্যাপক আলাচনা সমালোচনার পাশাপাশি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে ঘিরে সমালেচনা যেন কোন অংশে ই কম না । হাজারো বিতর্ক থাকার পরও সকলেই যেন শাসক দলের নেতাদের তৈলমর্ধন করেই যাচ্ছে । এমন মন্তব্য ফতুল্লা থনা পুলিশের সাধারণ সদস্যদের ।
কয়েকজন পুলিশ সদস্য শরিবার দুপুরে থানার দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলাপকালে আরো বলেন, মাদকসহ আসামী গ্রেফতার হইছে, কয়েকজন দালাল মুহুর্তের মধ্যে থানায় হাজির হইয়া শুরু করে তদ্বির। মোটা অংকের টাকার অফারও করে। ঘটনাটি অনেক সাংবাদিক জাইন্না যাওয়ায় থানা থেইক্কা কোন অবস্থাতেই ছাড়া যাবে না বলায় আকারে ইঙ্গিতে শওকত চেয়ারম্যানের লোকজন ও দালালরা নানাভবে হুমকিও দেয়। চাকরী করি বইল্রা কিছ কইতেও পারি না।
এমন অসংখ্য বিতর্কের পর এবার সেই চেয়ারম্রান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ভাগিনা শহিদ (৫০) ও বাবুকে (৩৬) কে মাসদাইর থেকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ফতুল্লা পুলিশ।
গুণধর এমন ভাগিনাদের মাদকসহ গ্রেফতারের পর গৃহপালিত কিছু উচ্ছিষ্টভোগি বিশেষ পেশার নামথারী কয়েকজন ফতুল্লা থানায় উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী ভাগিনা শহিদ (৫০) ও বাবুকে (৩৬) কে মুক্ত করতে চেষ্টা চালায় । একই সাথে এই মাদক কারবারীদের না ছাড়ায় আকার ইঙ্গিতে গ্রেফতার করতে অভিযানকারী পুলিশ সদস্যদের নানাভাবে হুমকিও দেয় বলেও গুঞ্জন সৃষ্টি হয় থানা পুলিশের মধ্যে ।
গ্রেফতারকৃতদের মধ্যে শহিদ ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাগিনা ও বক্তাবলীর পূর্ব গোপাল নগরের মৃত হাকিম মিয়ার ছেলে এবং গ্রেফতারকৃত বাবু ভোলাইল গেদ্দার বাজারের মো. হাবিবুল্লাহর ছেলে।
শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে মাসদাইর বাড়ৈভোগস্থ ফারিয়া গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩ বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মাসদাইর বাড়ৈভোগস্থ ফারিয়া গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তিন বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদ ও বাবুকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানা বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।









Discussion about this post