নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রয়োজনীয় মৌলিক সংস্কার নিশ্চিত করতে আসন্ন গণভোটকে একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে দেখছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় অনুষ্ঠিত এক ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশে তিনি বলেন, ‘এই গণভোট কেবল একটি মতামত প্রদানের প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য সংস্কারের পথনকশা নির্ধারণের সুযোগ।’
ফরিদা আখতার তার বক্তব্যে ইঙ্গিত দেন, রাজনৈতিক অস্থিরতা ও পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার অপচেষ্টা এখনো পুরোপুরি থেমে যায়নি। “একটি চক্র ওৎ পেতে আছে”—এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি সংস্কার প্রক্রিয়ায় সম্ভাব্য বাধা ও ষড়যন্ত্রের বিষয়টি সামনে আনেন।
তার মতে, এই পরিস্থিতিতে জনসচেতনতা তৈরি করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়াই সময়োপযোগী সিদ্ধান্ত।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী গণভোট হবে ভয়মুক্ত ও উৎসবমুখর পরিবেশে।
ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন—এমন আশ্বাসের মাধ্যমে তিনি ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সমাবেশে জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তাই দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে ভোটকেন্দ্রিক আস্থা তৈরির পাশাপাশি গণভোটকে ঘিরে রাষ্ট্রীয় কাঠামোর সক্রিয় সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে।
সামগ্রিকভাবে, এই সমাবেশের মধ্য দিয়ে গণভোটকে কেন্দ্র করে একটি বার্তা স্পষ্ট—সংস্কার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন জনগণের, আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের আগামী দিনের রাজনৈতিক









Discussion about this post