রুপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল শিক্ষিকার বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিউটি বেগমকে (৫০) হত্যাকান্ডের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর একটি টিম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোঃ জয়নাল (৪০), মোঃ সাকিব (২২), মোঃ আশিক (২২), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মোঃ জিয়াউল হক (৪৫), মোঃ পাপ্পু (২৫) ও দিপু (২০)।
৫ ডিসেম্বর রাতে পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুলফিকার আলী জানান, আসামিদেরকে রাজধানীর পল্টন মোড়, রমনা পাক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা হতে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২০ নভেম্বর দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা জাহের আলীর লোকজনের উপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে। এরপর তারা হারেজের অনুসারি কামাল হোসেনের বাড়ীতে হামলা চালায়।
তিনি বলেন, হামলার এক পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তার ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কামাল হোসেনের স্ত্রী বিউটি বেগম (৫০) তখন ঘরের মধ্যে ছিলেন। আসামিদের দেয়া আগুনে পুড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Discussion about this post