মাদ্রাসা থেকে দুই ছেলেকে নিয়ে বাড়িতে ফেরার পথে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় মালবাহি ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ডাক্তার হাকীম হারুনুর রশিদ ও তার দুই ছেলে মারাত্মক আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বড় ছেলে জিসান পথিমধ্যে মারা যায়।
এ ঘটনায় মালবাহি ট্রাকের চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও পৌরসভার দরপত এলাকার বাসিন্দা ডাক্তার হাকীম হারুনুর রশিদ তার বড় ছেলে জিসান (১৩) ও ছোট ছেলে তামজিম (৭) কে সন্ধ্যার আগ মুর্হুতে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল।
উপজেলা উদ্ধবগঞ্জ এলাকার হাজী শহিদুল্লাহ প্লাজার মোড়ে পৌচ্ছালে একটি মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাবা ও দুই ছেলে মারাত্মক আহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বড় ছেলে জিসান মারা যায়।
Discussion about this post