নারায়ণগঞ্জ জেলা থেকে বদলীকৃত মোস্তাফিজুর রহমান নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেন। একই সাথে নারায়ণগঞ্জের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের পর নরসিংদী জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেন খোকন চন্দ্র সরকার। নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে অসংখ্য অপরাধের অভিযোগ উঠলেও ধামাচাপা দিতে সব সময় ই তৎপরতার অভিযোগ ছিলো ।
নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় খোকন চন্দ্র সরকারের এমন অপরাধের পর এবার নরসিংদী জেলায় একজন বৃদ্ধা ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে জেলা প্রশাসন ও সিভিল সার্জন দপ্তরে এরই মধ্যে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলেও নরসিংদীর একাধিক সূত্র নিশ্চিত করেছে ।
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুরতাজ বেগম পৌর শহরের দক্ষিণকান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী।
ঘটনার পর গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। তবে ডিবি পুলিশের ভয়ে নিহতের স্বজনরা এখনো হাসপাতালে যাননি।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নুরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে তার বুকব্যথা শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ১২টা পযর্ন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. পলাশ মোল্লা বলেন, এবডমিন পেইন নিয়ে রাতে ওই রোগী ভর্তি হন। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরইমধ্যে তার হার্টঅ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
নরসিংদী ডিবি পুলিশের হেফাজতে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় পরিবারের কোন লোকজন এখনো পুলিশের ভয়ে হাসপাতালে কিংবা পুলিশের কোন দপ্তরে যাওয়ার সাহস করে না । মুলতঃ নারায়ণগঞ্জ থেকে পদন্নোতি পেয়ে মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার হিসেবে নরসিংদীতে বদলী হয়েই খোকন চন্দ্র সরকার নামের এই ইন্সপেক্টর কে নরসিংদীতে বদলী করিয়ে এনে ডিবি পুলিশের দায়িত্ব দেয় । এরপরে শুরু হয় দৌড়ঝাঁপ । তাদের ভয়ে কেউ ‘রা’ করার সাহস করে না । বৃদ্ধা নুরতাজের পরিবার মাদকের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলেও এই বৃদ্ধা ছিলো অসহায় । পুলিশের অভিযানের পর পরিবারের অন্যান্য সকলে পালিয়ে গেলে এই বৃদ্ধাকেই আটক করে মানষিকভাবে নির্যাতন করে বলে এলাকার লোকজন জানান । বৃদ্ধাকে আটক করে নিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও করে বলে কান্দাপাড়ার অনেকেই বলেন ।
ডিবি পুলিশের হেফাজতে বৃদ্ধা নুরতাজের মৃত্যুর সঠিক কারণ জানতে স্বচ্ছ তদন্ত দাবীও করেছে এলাকাবাসী।
ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যবসায়ী। তাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্টঅ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
এমন ঘটনায় নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের কোন বক্তব্য পাওয়া যায় নাই ।
Discussion about this post