সোনারগাঁয়ে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস রিফুয়েলিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আব্দুর রশিদ (৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১টার দিকে সোনারগাঁ পৌরসভা সাহাপুর কাঠপট্টি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ আব্দুর রশিদকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে, শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, আব্দুর রশিদ ও তার আপন ভাই সহিদুল দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস চুরি করে অবৈধভাবে সিলিন্ডারে ভরে সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। এরইমধ্যে তারা অবৈধ গ্যাস চুরির ব্যবসা করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বোতলজাত করার সময় সিলেন্ডার বিস্ফোরণ হয়ে রশিদ দগ্ধ হন। সহিদ কৌশলে সেখান থেকে সটকে পড়েন এবং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, মৃত রশিদের স্বজনরা একটি অপমৃত্যু রিপোর্ট লিখা কাগজ থানায় জমা দিয়ে গেছেন। বিষয়টির তদন্ত চলছে।
নিহত আব্দুর রশিদ ও তার আপন ভাই সহিদুল সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের বাসিন্দা।
Discussion about this post