চোর আখ্যা দিয়ে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দাস্থ বাইতুল সালাত জামে মসজিদের সামনে পল্টন (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে ও পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটে। নিহত পল্টন দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুল ইসলাম মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানার হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিহতের বড় বোন নুরুন্নাহার বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিপি বেগম (৪৫) নামে নারীকে আটক করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন একজন মানসিক ভারসাম্যহীন যুবক। বৃহস্পতিবার সকালে পল্টন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় খোকন মিয়া ও নাঈমসহ আরও কয়েকজন তাকে আটক করে। পরে চোর আখ্যা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হাড়িয়ে ফেললে তাকে পুকুরে চুবানো হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
Discussion about this post